কলম খুললেই কালি আসে
কথাগুলি লিখতে থাকে
মনে আছে কত দানা
লিখে যায় আপন মনে।
মন যে আবার কি জিনিস
দেখা যায় না খালি চোখে
মনটা একটা হাওয়ার মতো
কোথায় উড়ে যায় যে চলে।
ফিরে আসে আবার কখন
ঠাঁই নেই মনের কোণে
মন বাঁধা যায় না
মনি ছাড়া দেখে না ।।
তারিখ: ০৬-১১-২২
সময়: সন্ধ্যা ০৬:৩৫ টায়
দিনাজপুর।