হঠাৎ যখন উঠে আকাশের
ঘন কালো মেঘ
পবনকে ডাকে..!!
এসো একটু ঝড় তুলে দাও।

প্রবল ঝড় বৃষ্টি
খুব মজবে..!
বাড়িঘর ভাঙতে পারবো
সবকিছু তছনছ হবে।

মানুষ জীবজন্তুর দুর্ভোগ
এনে দিতে পারবো
দারিদ্র্যতা এসে যাবে।

সবাই ব্যস্ত হয়ে পড়বে
ক্ষতির মোকাবেলা করবে
মেঘ আমি বৃষ্টি দেই
ঝড় দেই পবন।

কারো সাহায্য ছাড়া
কেউ চলতে পারে না
ঝড় উড়ায়ে ফেলে
প্রস্তুতিও নিতে হবে;
যেন কিছুটা হলেও রক্ষা পায়।।

তারিখ:১৭-০৫-২০২২
সময়: দুপুর ০৩:৫০ টায়
দিনাজপুর।