দিনের বেলায় কাজ করি
রাতের বেলায় ঘুমায়
কখন পাবো সময়
করবো বিনোদন ।

বর্ষাকালে বৃষ্টি ভিজে
কোথায় দিব পাড়ি
দেখতে যাব সমুদ্র সৈকত
দাঁড়াবো কোথায় গিয়ে।

ঢেউয়ের তৌড়ে কোথায় টেনে নেবে
এমন ভাবে শঙ্কা নিয়ে
যায় কখনো তীরে
গাছের ডালে উঠব আমি
দেখব পৃথিবীটা।

ডালটা ভেঙে মাটিতে পড়ে
জীবন যদি হারায়
বাঁধা দেখি সবকিছুতেই
কোনটা ভালো তবে।

স্থির হয়ে বাড়িতে থাকা
অনেক ভালো কাজ
জেনে শুনে চলতে হবে
ভাগ্যে আছে যা।


তারিখ:৩১-০৫-২০২২
সময়: রাত ১০:৩০ টায়
দিনাজপুর।,