ভাগ্যে কি লেখা আছে?
শুন্য হাতটা ভরবে কিসে..!
শূন্য হাতে বসে থাকি
জপতে থাকি দিনে রাতে।
যেতে চাই সুদূর দেশে
জড়িয়ে আনি হাতে কিছু
যেতে যেতে পথে পথে..!!
ফসকে পড়ি মাটিতে;
প্রাণ নাই নিজের কাছে
হলো আমার সবই শেষ
বুঝবে মানুষ ভাগ্যে কি যে।।
তারিখ:১১-০৮-২০২৩
সময়: দুপুর ১:০০ টায়
দিনাজপুর।