কবে আসবে আষাঢ় মাস
ভরিয়ে দেবে দেশটাকে
শুকনো হয়ে আছে পড়ে
খাঁ খাঁ করে নদী-নালা।

শুকিয়ে আছে জীবনটা
কবে ভরাবে গলাটা
ভরিয়ে দিবে আষাঢ়
সময়টার অপেক্ষা।

থৈথৈ জলেতে
হাঁস যায় সাঁতারে
চৈ চৈ ডাক দেয়
ওরে হাস উঠে আয়।

সন্ধ্যা এলো ঘনিয়ে
ধরে খাবে শিয়ালে
ফিরে আসে ঝাকে ঝাকে
আসেনিতো একটা।

ছিঁড়ে খেয়েছে শিয়ালে
কি আর করার আছে
চড়ে হাঁস প্রতিদিন আষাঢ়ের জলেতে।।

রচনাকাল:২২-০৫-২০২১
সময়: দুপুর ১:৫৪ টায়
দিনাজপুর