সালটা ছিলো কি?
২০২২ সালটা চলে গেলো
পুরনো স্মৃতি রেখে গেলো
সালটায় এত মৃত্যু।

দেখেনি আর এত মৃত্যু
যাচ্ছে প্রাণ সড়কে
যাচ্ছে প্রাণ আত্মহননে
যাচ্ছে প্রাণ জলে ডুবে।

যাচ্ছে প্রাণ আগুনে
কত ভাবে প্রাণ যায়
শেষ নাই তো মৃত্যুর কথা
সালে আর কি করে
লেখা আছে কপালে।।

তারিখ: ০২-০১-২০২২
সময়: বিকাল ০৫:০০ টায়
দিনাজপুর।