খুশিতে ভরপুর
খুশিতে কৃষক
ধরেছে কাঁচি
হেমন্ত এসেছে।
মাঠে ধান পেকেছে
কাটবে ধান কাঁচিতে
আনবে ঘরে খুশিতে
খাবে বছর ভরে।
অর্থ আসবে ঘরে
শীতের পিঠা
খেঁজুর গুড়ের পায়েস
খাবে মিষ্টি রোদে;
ভোরের সকালে।
মনটা হবে অনেক প্রফুল্ল
এমন দিন যেন চিরদিন পাই
সবাই যেন ভোগ করে
নতুন চাল রসের পিঠা।
সবাই মুখ ভরে পায়
সৃষ্টিকে ডাকার সুযোগ পায়
অনাহারে কাটলে মনের দুঃখ নিয়ে
জড়োসড়ো হয়ে যায়।
রচনাকাল:
সময়: ২৩-১১-২০২৪
তারিখ: রাত্রি ০৯:৫৩ টায়
দিনাজপুর।