ঘোমটা খোলো ওগো বধু
মুখটা খোলো আগে
চুপি চুপি আছো কেন?
লজ্জা কেন এত।

ভয় করো না এগিয়ে এসো
দাপিয়ে বেড়াও সবখানে
ঘোমটা তোমার খুলতে হবে
নাচতে গেলে মাঠে।

নাচতে গেলে খুলতে হবে
ঘোমটা রাখা দ্বায়
ঘোমটা গেলে পর্দা যাবে
বধুর উপায় কি?

শ্বশুরবাড়ি গালি দিবে
সেই গালিতে মুর্ছা যাবে
ঘোমটা রাখা অনেক ভালো
বজায় থাকুক লজ্জাটা।

ঘোমটা নিয়ে মাথাব্যথা
কার যে এত বেশি
বজায় রাখো ঘোমটা
পথ চলাটা সচল হোক

তারিখ:২২-১১-২০২২
সময়: রাত্রি ১০:৪৫ টায়
দিনাজপুর