এক প্রান্ত থেকে অন্য প্রান্ত
খুঁজে বেড়াচ্ছে
কোথায় সে অন্তিম শয়ানে থাকবে
বুঝতে পারছে না।
তাঁর নিথর দেহটি
কোথায় থাকবে
ভাবনায় পড়লেন
ফিরতে শুরু করলেন।
পথে দেখতে পেলেন
সড়কে কয়েক জনের প্রাণ গেলো
কোথায় তাদের নিয়ে গেলো
বুঝলেন কার কোথায়..?
অন্তিম শয়ান হবে।
তাঁর ঠিক নাই
নিজের উত্তর নিজেই পেয়েছেন
আর খুঁজে বেড়ায় লাভ নাই
মৃত্যুর পর যে কোন..!!
এক জায়গায় ঠাঁই হবে।
ডোবা নর্দমায় পঁচে গলে
শেষ হতে হবে কি না
এটা ভাগ্যের উপর নির্ধারণ।।
রচনা কাল:৫-০৩-২০২১
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর।