যম আসা ভালো কি
ঘটাতে আসে মৃত্যুটা
মৃত্যুর ঝুড়ি ভরতে আসে
ইহধামে কাজ করে
বুঝায় তাদের বাহাদুরি
গোপনে পালিয়ে যায়
পরপারের আঙ্গিনায়।।

তারিখ: ০৩-১২-২০২২
সময়: রাত্রি ০৮:৫০ টায়
দিনাজপুর