ক্ষণে ক্ষণে মনে পড়ে
কত দিন যায় চলে
কবে হবে দেখা তাই
মন জুড়াবে সপ্তর তাই।
বসে আছি আনমনে
যদি হয় দেখা তাই
কত খুশি হব তাই
পুরনো স্মৃতিগুলো,
ভেসে ভেসে আসে কত।
জল আসে ভেসে
সহসা চোখে পড়ে
মন ভাসে কবে যে
দেখা পাওয়া দুষ্কর।
মনটা দুরুদুরু
কতদিন করে যাবে
শেষ বেলায় এসে যাবে
কি হবে প্রানে তাই ।
চেয়ে চেয়ে থেকে যাই
দেখা হোক কবে তাই
দেখা করে চলে যাবো
আর কি দেখা হবে।
শান্তি নিয়ে যেতে চাই
তাই এত কথা তাই।।
তারিখ:১২-০৬-২০২২
সময়: সন্ধ্যা ৭:৩০ টায়
দিনাজপুর।