খোলা জানালার পাশে বসে আছি
দেখছি কত দূরের সবকিছু
ভাবছি মনে মনে..!!
এই পৃথিবীর কত শোভা।

কত কিছু দেখে যেন
নিজেই কোথায় হারিয়ে যাচ্ছি
চোখে পড়ে কত ফসলের মাঠ
সবুজ ধানে ভরে গেছে।

বৃক্ষে কত ফল..?
ধেনু চড়ছে মাঠে
খাচ্ছে মুখ দিয়ে
টেনে টেনে ঘাস।

এই ঘাস খেয়ে
তৈরি করবে গাভী দুধ
দুধ খাবে মানুষ..!!
সব মানুষের মঙ্গলের জন্য।

মানুষ কি ভেবে দেখে
এতকিছু সব মোদের জন্য
সৃষ্টির কাছে কেবল বলা
আমরা যেন ভালো থাকি,
সৃষ্টির সেবা করে;
যেন যেতে পারি।।

তারিখ:০৪-১০-২০২১
সময়: বিকাল ০৫:৩০ টায়
দিনাজপুর