কখন সকাল কখন বিকাল
বলে দিবে কে..?
ভোর আকাশে সূর্য উঠবে
জানবে সবাই ভোর হয়েছে।
সূর্য যখন ডুবে যাবে
অন্ধকার নেমে আসবে
বুঝবে সবাই সন্ধ্যা হয়ে গেলো
প্রকৃতি জানায় দিবে।
কখন কি হবে?
ব্যস্ত দিনে তাকিয়ে থাকে
বেলা যাচ্ছে ডুবে
তাড়াতাড়ি কাজে গুটিয়ে
ফিরতে চায় বাড়ি।
সন্ধ্যা হলে অন্ধকার
আর কি করবে কাজ
তখন জীবনের বিরতি টেনে
একটু স্বস্তি নিয়ে থাকে।
যেন আরো শক্তি
সঞ্চয় করে নিতে পারে
পরের দিন আবার চলে
দেহ ভাঙ্গা খাটুনি
এমনিভাবে কাটে দিন
বছরের পর বছর।।
তারিখ: ১৪-০৪-২০২২
সময়: রাত্রি ৮:০০ টায়
দিনাজপুর