আপন তুমি কারে খোঁজো
কে আছে তোমার আপন
আপন কাউকে পাবে নাকো
আপন হবে তোমার পিতা-মাতা।
যারা তোমায় আদর দিয়ে
সোহাগ দিয়ে করেছে অনেক বড়
তাছাড়া কেউ হবে না
তোমার মনের মত।
আপন তোমার প্রভু দয়াল
তাঁকে জানাও অন্তর থেকে ভক্তি
প্রভু তোমার কাছে আসবে
দিবে তোমায় ছায়া।
প্রভুর নামে খুশি থাকো
পাবে অনেক কিছু
কোথায় তোমার যেতে হবে না
আসবে দ্বারে কিছু।
খুঁজে বেড়ায় লাভ নাই
ঘরে বসে ডাকতে থাকো
ওগো দয়াল প্রভু
তোমার সেবা করে যাবো।
ডাকবো প্রাণভরে,
তুমি আমার পাশে থেকো
দিও রৌদ্র ছায়া
তোমায় যেন ভুলিনা
কোন দিনের তরে।
তারিখ: ২৩-১১-২০২১
সময়: সন্ধ্যা ৫:১০ টায়
দিনাজপুর