পুণ্য করলে স্বর্গ পায়
ভাগ্য করলে ইলিশ খায়
সাগর নদীতে আছে ইলিশ
ধরা পড়ে জেলের জালে।
সময় হলে ধরা পড়ে
ঝাকে ঝাকে রুপালি ইলিশ
ইলিশ মাছ খেতে মজা
কিনতে পারা বড় ভাগ্য।
অর্থবান কিনতে পারে
গরিব কেবল দেখেই মরে
ভাগ্যে যদি জোটে একটু
একটা দিন খেতে পারে।
বাংলাদেশ ইলিশের দেশ,
শীর্ষে আছে এই দেশ।।
গর্ব সবার
দেশে আছে ইলিশ
হবে অনেক ধনী।।
সময়:২৬-০৩-০২২
তারিখ: বিকেল ৪:০০ টায়
দিনাজপুর।