খেতে চাই পেটে
আহার নাই ঘরে
আহার যে কোথায়..?
খুঁজে খুঁজে মরে।
মিলেনা আহার তাই?
কি দিবে পেটে তাই..?
পাথরটা বেঁধে রাখো।
ভারী বেঁধে হবে কি..?
আহার না থাকলে
ভারী টানা বড় দায়।
পাথরটাও টানবে
আহারের শক্তিতে
বেঁধো না পাথর,
থাকো তবে এমনিতে
বাঁধলে জঞ্জাল
আরো হবে কঙ্কাল।।
রচনাকাল: ১৩-০৭-২০২১
সময়: দুপুর ১১:৩০ টায়
দিনাজপুর