অস্থায়ী ঘর
তখন বাঁধে তখন হারায়
জীবন যেন খেলাঘর
এই আছে এই নাই।

মুহূর্তে কোথায় হারিয়ে যায়
খুঁজেও পাওয়া যায় না
অবুঝ শিশুরা খেলার ছলে
বাঁধে খেলাঘর‌।

খেলবে মজা করে
খেলা ভেঙ্গে চলে যায়
আপন ঠিকানায়
ঠাই নেই মায়ের কোলে।

শিশুর মতো সবাই বাঁধে
নতুন নতুন ঘর
জীবনের শেষ দিন পর্যন্ত
ঘর বাঁধতেই থাকবে।।


সময়: দুপুর ১২:০০ টায়
তারিখ: ১৪-০২-২০২২
দিনাজপুর