মেঘ আসে ডেকে
বুক যায় কেঁপে
মেঘ ডাকলে ভয় লাগে
কখন কোন বিপদ আসে।

ডাকতে থাকে গুরুম গুরুম
ভাঙবে বুঝি বাড়িঘর
মেঘ করে না দয়া মায়া
ক্ষতি তাহার আগাগোড়া।

ভয়ে পালায় কোথায় ভাই
মেঘের সাথে মিশে যাই
ভয় করে না মানুষকে
মেঘের ভয় সবার আছে।

দৌড়ে যাচ্ছে মেঘ ধরতে
মেঘ ততই যাচ্ছে চলে।।

তারিখ:১৭-০৬-২০২২
সময়: সন্ধ্যা ০৭:৩০ টায়
দিনাজপুর।