মায়ের ওজন কেন এত ভারী
মা করেছে লালন-পালন
তাইতো এত ভারী..!!
মায়ের দুঃখ ক'জন বুঝে
করে মায়ের সেবা।
মা হওয়াটা আশীর্বাদ
শুনেই মা খুশি
সেই খুশিতে থাকে মা
সারাটা জীবন ধরে।
ভাগ্যে আছে যেটুকু মায়ের
সেটুকু পেয়ে থাকে
আফসোস নাই মায়ের মুখে
সারাটা দিন খাটে।
খেটে-খেটে জোগাড় করে
ভবিষ্যতের আলো..!!
ফোটাতে চাই ঘরে ঘরে
আঁধার রাতে আলো।
মায়ের মত কেউ কি আর..?
হবে এই দুনিয়ায়
সেবা করো মায়ের সবাই
পেয়ে যাবে হাতে হাতে স্বর্গ।।