জীবন দিয়ে রক্ত দিয়ে
দেশ যে ফিরে পেলো
আছে সবাই স্বাধীন দেশে,
বুক ফুলিয়ে চলছে সবাই ,
সোনার বাংলাদেশে।
মায়াভরা দেশটা মোদের
আছে কত স্বপ্ন মাখা
আছে কত স্মৃতি ভরা,
সোনায় সোনায় ভরে থাকুক
মোদের এই দেশটা।

রচনা কাল:০৭-০৩-২০২১
সময়: সন্ধ্যা ৬:০০ টায়
দিনাজপুর