রাতের বেলা ঘুমিয়ে পড়ি
কে ভাঙাবে ঘুমটা আমার
ভোরটা হলে ডাকবে পাখি
ঘুমটি তোমার ভেঙে যাবে।
আর কোন সাহায্য ছাড়া
ঘুমটা ভেঙে যাবে তোমার
কীট পাখিরা বুঝেও তাঁরা
ভোর হয়েছে অন্ধকার কেটে গেছে।
মানুষ কেন বুঝবে না
ভোর হল যে এখন
ভোর যে হলো এখন তবে
পড়লো মাথায় বোঝা।
নানা কাজে ব্যস্ত থাকে
দিনটি পার করতে হবে
আর হবেনা বসে থাকা
চলতে থাকবে নানান কাজ।।