গোলাপ গাছে কাঁটা আছে
তাও গোলাপ তুলতে গেছে
কষ্ট করে আনবে গোলাপ
মুগ্ধ হবে ফুল পেয়ে।

ঘ্রাণে ভরাবে বাড়িটা
ছুটে আসবে মৌমাছিরা
দেখতে গোলাপ অনেক ভালো
তাই তো পেতে পাগল হয় ।

গোলাপ শুকিয়ে যায়
রেখে যায় সুভাষ
মানুষ চলে যায়
রেখে যায় স্মৃতি।

তারিখ:০১-১১-২০২২
সময়: সন্ধ্যা ৬:৩০টায়
দিনাজপুর