কাশ ফুল কি ফুল
জন্মে নদীর তীরে
দূর থেকে দেখে আকৃষ্ট হয়ে
ছুটে যায় নদীর তীরে।
ছুটতে থাকে ছুটতে থাকে
বিরাম নাই
কত সময় পৌঁছবে
জানা নাই ।
হেঁটে হেঁটে যাচ্ছে
দুর্গম পথ অতিক্রম করে
পেলো যখন কাশফুল
ভাবলো বুঝি এ কি হলো।
এমন ফুলের জন্য
আজ হলাম এত হয়রানি
না বুঝে না শুনে
কোন কিছু না দেখে,
আকৃষ্ট না হয়ে..!!
ভেবে দেখতে হবে অনেক।
কাশফুল সাদা দেখে
হয়েছিলাম আকৃষ্ট
এই ফুলের গন্ধ নাই
ঝরে পড়ে।
ফুলের গাছ ধারালো
অঙ্গে লাগলে কেটে যায়
কেন এমন ভালো লেগে
চলে এলাম আমি
ঝাড় বেঁধে থাকে
সাদায় ভরে ফেলায়।
মনে হয় না জানি কি..?
ভুল জীবনে অনেক হয়
ভুল সংশোধনী মুক্তি পায়
কাশফুলের তথ্য পেলাম
এটিই বড় অনেক।।
তারিখ: ২৯-১১-২০২১
সময়: দুপুর ১২:২৫ টায়