কারো জীবন এক কেজি
কারো জীবন একশো কেজি
কারো আছে এক টাকা
কারো আছে শত টাকা।
কেউ থাকে ঝুপড়ি ঘরে
কেউ থাকে দালান ঘরে
কেউ ঘুমায় ভাঙ্গা মাচায়
কেউ ঘুমায় খাট পালঙ্কে।
জীবন চলার রদবদলে
কেন এমন হলো..!!
ভাগ্যই করে সব কাজ
তাই হয়েছে এমন কাজ।।
রচনা কাল:১৬-০৯-২০২১
সময়: রাত্রি ০৯:৪৫টায়
দিনাজপুর।