যার আছে কাড়ি টাকা
সে কিনবে বাড়ির ভিটা
যার নাই অর্থ
তার নাই ভিত্তি।

গরিবের নাই বসত ভিটা
জীবন কাটে রাস্তাঘাটে
অস্থায়ী ভাবে জীবন কাটে
যেখানে রাত সেখানেই কাত।

ভেবে ভেবে দিনটা কাটে
এনে দাও অর্থ হাতে
কে দিবে ভাই অর্থ হাতে
সৃষ্টির যখন দয়া হবে,
অর্থে যাবে হাতটি ভরে।।

তারিখ:০৪-০৪-২০২৩
সময়: দুপুর ২:০০টায়
দিনাজপুর