বাঁচিয়ে রাখো একটি পোনা
হবে তোমার অনেক সোনা
এক পোনাতে ভরবে পুকুর
অর্থ নিয়ে নাই ভাবনা।
পোনা যখন ছাড়বে ডিম
হিসাব নাই কত পোনা
একটি মুখের হাসি করে
দেয় রাশি রাশি।
হেসে হেসে দিন পার
করতে থাকো জনম ভর।।
তারিখ:১৮-০৪-২০২৩
সময়: রাত্রি ১:০০ টায়
দিনাজপুর