ভাগ্যে আছে কত
দেখতে থাকো চোখে
বিধির হাতে ভাগ্যটা
নিজের কিছু করার নাই।

কুড়াতে থাকো ভাগ্যটা
কত জড়ো হয় তা
কারো জড় অনেক কিছু
অন্যজনের শূন্য কিছু।

মনে তখন দানা বাঁধে
তাঁহার হলো অনেক জড়ো
ভাবলো সে বিধি কেন
দিচ্ছে সাড়া।

আমার নাই ভাগ্যে তাই
রয়েছে বসে আমি তাই।।

তারিখ:১৫-০৬-২০২২
সময়: সন্ধ্যা ০৬:০০ টায়
দিনাজপুর।