বয়ে যাচ্ছে নদী
কেঁদে ফিরছে পথিক
ভাবছে সে যে
বর্ষা এলে খাবে
আমার ফসলের বুক।
ভরবে নদী বর্ষার জলে,
মাঠটা ভরাবে বানের জলে
খাবে আমার ফসল!
হবে আমার ক্ষতি।।

তারিখ:২৭-০৩-২০২৩
সময়: রাত্রি ১২:০০ টায়
দিনাজপুর