মিষ্টি ঝাল
নিত্য লাগে কাজে
তাই বেড়েছে হুহু করে
কাঁচা ঝালের দাম।

কাঁচা খেলে মুখ জলে না
পেটটা থাকে ভালো
রন্ধনকাজে বড় সহায়
কাঁচার অনেক কদর।

আগের দিনে শুকনা ঝাল
ভাবতো লোকে অনেক
শুকনা ছাড়া স্বাদ হবে না
শুকনো খেত অনেক।

ডিজিটালে প্রমাণ করে
কাঁচা অনেক ভালো
স্বাদে ভরা রসে ভরা
খেয়ে অনেক তৃপ্তি।

সবাই করো কাঁচার আবাদ
লাগাও ঘরের কোণে..!
বারো মাস পাবে ফসল
চিন্তা হবে দূর।

ভাবতে হবে না
কাঁচা নিয়ে
দিনটা যাবে ভালো।।

তারিখ:০৪-০৭-২০২৩
সময়: সকাল ১০:৩০ টায়
দিনাজপুর।