সবুজ মরিচ
স্বাদে ভরা কাঁচা মরিচ
বানাই তারে দিয়ে
সবজি তরকারি।

পান্তা ভাতে কাঁচামরিচ
সবকিছুতেই কাঁচা
কাঁচা ঝালের রুচি আনে
চোখে আসে জল।

তাও খায় স্বাদে ভরা
সবুজ ঝালের উপকরণ
যতই দাম হোক না কেন
নিচ্ছে কিনে তাও।

অন্য কিছুর দাম বাড়লে
চোখ উঠে না আকাশপ্রাণে
কাঁচার যদি দাম বাড়ে
পরে যায় সারা।

কাঁচা খুব পরিচিতি
কাঁচা খেতে মজা
শুকনা মরা জিনিস খেয়ে
হয় না কোন তৃপ্তি।

তৃপ্তি মিটে কাঁচাতে
মনটা সতেজ কাঁচাতে।।

তারিখ:২৮-০৭-২০২২
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর।