কাঁচ সামগ্রী ঠুনকো বস্তু
একটু আঘাতেই ভেঙ্গে যায়
জীবন একটা কাঁচের বস্তু
একটু আঘাতে হারিয়ে যায়।

তাই খুব যত্নে থাকতে হয়
সব সময় সজাগ..!!
দৃষ্টি রাখতে হয়;
একটু অবহেলা করলে,
জীবনে দুর্যোগ নেমে আসে।

প্রবল বর্ষণে মেঘের ডাকে
বাহিরে যেতে নাই
বজ্রপাতের কবলে পড়লে
জীবন হারিয়ে যায়।

মুহূর্তে পুড়ে অঙ্গার হতে হয়
রাস্তায় গেলে আগে পিছে
দেখতে হয়..!!
নইলে প্রাণহানি ঘটবে।।

তারিখ:০৬-০১-২০২২
সময়:  রাত্রি ১:১৫ টায়
দিনাজপুর