খেতে চাও পেট ভরে
কে দিবে থালা ভরে
নিজের আহার নিজে করো
কে জানে তা দিবে থালায়।
পাখিরা খোঁজে আহার
খুঁটে খাই দিনরাত
উড়ে উড়ে বেড়ায়
দেখে কোথায়..আছে আহার।
শস্য দানা খুঁজে বেড়ায়
ভাগ্যে জোটে অনেক তাঁদের
ঠোঁট তাঁর অনেক মজার।
খাই ঠোটে ঠুকুর ঠুকুর
অতি চালাক পাখিরা
উড়াল দেয় যেথায় সেথায়।।