যুদ্ধ করে আনতে হলো
এই সোনার বাংলাদেশ
কত মধুর দেশটা মোদের.?
আছে কত জোহর মানিক হিরা।
সবুজ ধানে ভরে থাকে
ফসল ভরা মাঠ
কৃষক ফলায় মাঠে ফসল
নাই যে কোন অলসতা
রোদের সাথে মেঘের সাথে
পাল্লা দিয়ে করে কাজ..!!
বছর বছর কেটে যায়
এই ভাবে তে চাষীর জীবন।।
রচনাকাল:২৩-০৩-২০২১
সময়: রাত্রি ১:০০ টায়
দিনাজপুর।