জট খোলা
আসল ঘটনা প্রকাশ হওয়া।
জট না খুললে কথা চিরদিন
গোপন হয়ে থাকে।
বিষয়টা বুঝতে পারেনা
মানুষ মানুষের চোখের আড়ালে
বড় অপরাধ করে চুপ করে থাকে
কেউ কিছু বুঝতে পারে না।
অনেক তথ্য-উপাত্ত করে
আসল ঘটনা বাহির করে
তখন একে একে
সব বেরিয়ে আসে।।
তারিখ: ৩১-০৭-২০২২
সময়: সন্ধ্যা ৭:০০ টায়
দিনাজপুর