প্রাণ আছে জল নাই
জীবন বাঁচে কেমনে তাই
যা লাগে জীবনে..!!
পাই যেন তাই সকালে।
দিবে ধন সৃষ্টি
পেয়ে হবে তুষ্টি
চেয়ে চেয়ে পাই না
ভেসে ভেসে এসে যায়।
থাকো তবে চুপ হয়ে
ধৈর্যের বুক ধরে
এসে যাবে রাশি রাশি
নিবে তাঁরে অন্তরে।।
তারিখ:১০-০৫-২০২৩
সময়: সকাল ১১:০০ টায়
দিনাজপুর