জীবন একটা সীমাবদ্ধ থেকে
আবার জীবন চলে যায়
জীবিত জীবন অনন্ত হয় না
অনন্ত হয় মৃত্যু জীবন ।

তখন অনন্ত জীবন কাটতে থাকে
কোনদিন এই দিন
শেষ হয় না..!!
আর পৃথিবীতে ফিরে আসবে না।

যে দুইদিন জীবন থাকে
তাহা সুন্দরভাবে গড়ে তুলে
সুখী জীবন কাটানোর জন্য
চেষ্টা চালিয়ে যেতে হয়।

যাতে জীবন ভালোভাবে কাটে
নিজেকে যেন বলতে পারে
ছিলাম ভালো এখন
চলে যেতে হবে।

মনকে বুঝাবে ভালোভাবে ছিলাম
সব সুন্দর ভাবে কাটিয়ে গেলাম
পৃথিবীর হিসাব নিয়ে বসলে
হিসাব মেলানো কঠিন।

যারা জ্ঞানী গুণী অনেক বুঝেছে
তাদের অন্তরে কেবল
একটাই ধারণা পরকালের পথ
পরিষ্কার রাখা।

ঐপারে যেন ভালভাবে
চলাফেরা করতে পারে
মহা সুখে থাকতে পারে
না পায় যেন কোন কষ্ট।

না পায় যেন কোন সাজা
পূর্নের স্মৃতি যেন তাদের
অন্তরে বইতে থাকে
সুশীতল বাতাস যেন
হৃদয় জুড়ায়।।

তারিখ:২৬-১১-২০২২
সময়: দুপুর ১২:৩০ টায়
দিনাজপুর।