মায়ের ঝুঁপড়ি ঘর
সন্তানের দালান ঘর
বিলুপ্ত হচ্ছে ঝুঁপড়ি ঘর
থাকবে কোথায় মা জননী।
কার খোঁজ কে করে
ছুটছে সবাই আপন দিকে
দুনিয়াটার বহু রূপ
কার কবলে কে পড়ে।
মায়ের ভাগ্যে যা আছে
ফিরে ফিরে হবে দেখা
কোথায় থেকে কোথায় যাবে
মাঘের শীতে কি করবে।
পাবে একটি কম্বল
হবে তাঁর সম্বল
কম্বল জড়িয়ে বুকে
ছিটে ফোঁটা আহার খাবে।।
তারিখ:১৭-০৭-২০২২
সময়: সন্ধ্যা ০৭:০০ টায়
দিনাজপুর