আম পাকে জাম পাকে
খায় মন ভরে...!!
রসে ভরে মুখ
আমি না হয় বিমুখ।

ঝড় আসলে আম পড়ে
কুড়াতে যায় বাগানে
বাগান মালিক দেখলে
ধরে তুলবে কাঁধে।

কার বাগানে কে যায়
আম কেন কুড়াতে যায়
নিজের যদি গাছ থাকে
কুড়িয়ে খাও গোটা কয়েক ।

লাগিয়ে রাখো ঘরের কোণে
ফল দেবে থোকা থোকা
ফলে আছে পুষ্টি
খেলে পাবে দৃষ্টি।।

তারিখ: ২২-০৩-২০২৩
সময়: সকাল ০৬:০০ টায়
দিনাজপুর