যদি থাকে আকাশে
নামতে হবে মাটিতে
মাটিতে আছে
জন্ম মৃত্যু।
আকাশে নাই কোন কিছু
তাই রওনা আকাশ পথে
নামতে চায় না ভয়ে মরে
অসীম আকাশ মহাকাশ
সেখানে তে লুকিয়ে যাবে।।

তারিখ: ৩০-০২-২০২২
সময়: রাত্রি ৩:০০ টায়
দিনাজপুর।