নিজ ইচ্ছায় যেতে চাই
করবে সে যে
কিসের তরে
হুকুম ছাড়া যাবে সে।
নিজের ইচ্ছায় প্রান দিবে
করতে চাই না এই ধরাতে
কারো ভালো লাগে না পৃথিবী
তাই চলে যায় পরপারে।
কেউ চায় থাকতে
কেউ চাই যেতে
মনটা অনেক রকমারি
তাই হয়ে যায় ভিন্ন ভিন্ন।
তারিখ:০৬-০৭-২০২২
সময়: বিকেল ০৪:১৫ টায়
দিনাজপুর।