জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন
কবি আজ ১২২ তম জন্মজয়ন্তী
১৮৯৯ সালে বর্ধমান জেলার চুরুলিয়া
গ্রামে কাজী পরিবারে জন্মগ্রহণ করেন।
পিতা ফকির আহমেদ মাতা জাহিদা খাতুন
কবি শৈশবে পিতাকে হারান
নাম রাখেন দুখু মিয়া
দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।
আসানসোলে চাকরি নেন
সেখানে কাজের ভিতরে
কবিতা গান রচনা করতেন
১৯৭২ সালে কবিকে বাংলাদেশে আনেন,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
কবিকে জাতীয় কবিতে ভূষিত করেন
সাহিত্যে কবি ভরপুর তার রচিত
অনেক কবিতা গান ও আরো অনেক।।