নিজের অঙ্গের দুটি
পা দিয়ে হেঁটে পথ চলা
যানবাহনের সাহায্যে ছাড়াই
পায়ে হেঁটে চলে পথিক।

ভাবে সুদূর পাণে চেয়ে
দেখে কত শ্যামল
সবুজ মাটির মায়া
ক্ষেত খামারে কত ফসল।

বুকটা ভরে তাহাই দেখে
কোন কৃষক ফলাইছে
এমন ফসল...!!
ঘরে তুলবে রাশি রাশি।

হাঁটতে হাঁটতে কত দেখে
দেখার নাহি শেষ
নিবে বিরাম গাছের ছায়ায়
রোধ হবে তাঁর পায়ে হাঁটা।

তারিখ: ২৭-০৯-২০২২
সময়: রাত্রি ৯:০০ টায়
দিনাজপুর।