যাবো আমি পিতার বাড়ি
সুখ আনিতে
যাবো আমি নদীর ঘাটে
বর্ষা মৌসুমে।
যাবো আমি ফুল বাগানে
ফুল ফুটবে যখন
যাবো আমি ফল বাগানে
ফল ধরবে যখন।
যাবো আমি খেলার মাঠে
খেলোয়ার খেলবে যখন খেলা
যাবো আমি স্কুলেতে
আসবে যখন শিক্ষকেরা।
যাবো আমি নিমন্ত্রনে
যখন ডাক দিবে আমায়
কতই আর যাবো
যাওয়ার শেষ ঠিকানা চাই
যেতে হলে ভালো পথে যাও
আসতে নাহি হয়।।
রচনাকাল: ০৯-০৩-২০২০
সময়: দুপুর ২:০০ টায়