তীর্থে যাবে কখন
মরবে যখন তখন
শেষ তীর্থ শ্মশানটা
আর তীর্থ নাই কোনটা।
নেচে নেচে পালকিতে চড়ে
যাবে চলে শ্মশান ঘাটে
হবে ভর্ৎস অগ্নিতে
আর কিছু নাই মনেতে
হলো জীবনের অবসান
থাকবে চিরদিন সুখেতে।।
তারিখ:১৮-০৬-২০২২
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর।