পুরাতন সাল চলে গেছে
আর ভয় কিসের
দল বাঁধিয়ে স্কুলে যাবো
নতুন বই নিয়ে,
মাঠে মাঠে খেলবো মোরা
কোন মানা নেই।
বনভোজনে মিলবো সবাই
কচি কাঁচার দল;
পৌষ মেলাতে খেলনা কিনে
নিয়ে আনবো বাড়ি।
খেলনা নিয়ে দিন কাটাবো
অনেক মজা হবে
মায়ের সাথে মামার বাড়ি
যাবো পানশি নৌকায় চড়ে
মামার বাড়ি আছে অনেক
মজার মজার জিনিস।
সাত সকালে গাছিরা পেরে
আনে মিষ্টি খেজুর রস
খেজুর রসের পিঠা পায়েস
খেতে ভারি মজা
খেতে আছে মিষ্টি আলু
পুকুর ভরা মাছ।
বড়ই গাছে থোকা থোকা
বড়ই ধরে আছে,
পাকলে বড়ই খাবো পেরে
কেউ দিবে না গালি।
এত কিছু সব মামার বাড়িই থাকে
তবে মোদের বাড়ি এতকিছু
থাকতে দেখি না।
চলে এলে আর দেখবো না
মামার বাড়ির জিনিস,
মামার বাড়ির মতন জিনিস গুলি
তৈরি করবো আমি।।
রচনা কাল: ০২-০১-২০২১
সময়: ১০:৩০ টায়
দিনাজপুর।