রঙিন পাখি
উড়ছে ডানা মেলে
দেখছে শত শত মানুষ
তাই দেখে ইচ্ছে জাগে
উড়বো আমরা রঙিন পাখির মত।

সৃষ্টি যদি জুটি ডানা
দিতো মোদের তৈরি করে
অনায়াসে উড়ে যেত
দেশ বিদেশের তরে।

দেইনি ডানা
দিয়েছে পা...!!
হাঁটতে পারবে মেঠো পথে
সবার জন্য সবকিছু না
চলতে হবে নিয়ম মতো

তারিখ:২-০৫-২০২৩
সময়: দুপুর ১:০০ টায়
দিনাজপুর