প্রাণ কাঁদে গ্রামে যাই
আবার কিছু দেখে যাই
শাপলা দিঘী বিলীন হয়েছে
চিনি না আর কোন কিছু।
পৈতৃক ভিটার চিহ্ন নাই
কেন এলাম গ্রামে তাই
ভাঙ্গা গড়া হওয়ার জন্য
এমন পরিবর্তন হয়ে থাকে।।

তারিখ: ১৪-১২-২০২২
সময়: সকাল ১১:০০ টায়
দিনাজপুর