হুমকি দিচ্ছে নদী
আসবে কবে জোয়ার
জোয়ারে ভাঙ্গে মাটি
করে দিবে জলাশয়।
বৃক্ষ বাড়ির চিহ্ন যাবে
হবে জীবের করুণ দশা
নদী চায়না শুকনা
নিজের গর্ব জল নিয়ে।
চায় সদাই ভরাট থাকুক
বলতে যেন না পারে
নদীরটির কি করুণ দশা
রাখতে পারি নি জলে ভরা।।
তারিখ: ১২-০৭-২০২৩
সময়: বিকাল ৪:৪৫ টায়