সামনের দিকে এগিয়ে চলো
গুনতে গুনতে বাড়ি ফিরো
যা দেখবে চোখে
করে যাবে সাথে।
দেরিতে পিছে পা
হবে না আর সফলতা
সফল কাজে বয়ে আনে
সুগন্ধি সুখ্যাতি।
সুগন্ধিতে মন জুড়ায়...!!
কোটি মানুষ উপকার পায়।
রচনাকাল: ৩০-০২-২০২৩
সময়: দুপুর ১:০০ টায়