হতে চাই বসুমতি
আর হবো না মানুষ
মানুষ হলে মৃত্যু হয়
কাঁদতে হয় অনেক।
বসুমতির মৃত্যু নাই
হয়না কাঁদতে কাউকে
চুপ হয়ে শুয়ে থাকে
কয় না কথা।
চেয়ে দেখেনা পাশ ফিরে
কে কাটছে তার মাথাটা
কেবল কাটাকাটি খোঁড়াখুঁড়ি
ভাঙ্গাভাঙ্গি চলতে থাকে,
বসুমতির উপর।
বিশ্বব্রহ্মাণ্ড যখন বসুমতি
কেমনে হবে ঠাঁই..!!
পরপারে মানুষ রাখে
বসুমতিকে পরপারে;
নিবে কি করে..?
তাই নেই না বসুমতিকে।।
তারিখ:১৭-০১-২২
সময়: রাত্রি ১:৩০ টায়
দিনাজপুর